আমি তো ভাই প্রেম করি, অনেক বছর হলো
তোমরা যারা প্রেমিক আছ, একটু হাতটা তোলো।
প্রেমিক যখন কীসের ভয়; বলতে বাধা কীসের?
প্রেমের জন্য মরব আমি; হাতে বোতল বিষের।
আমি তো ভাই রোজ বলি, প্রেম-বিরহ নিয়ে,
তোমরা বলো, কাজ হবে না এই ছেলেটা দিয়ে।
আমি যখন করতে চাই প্রেমিক হয়ে বিয়ে,
এসব নাকি খুব বাজে কাজ, তোমরা করো ইয়ে।
অনেক সাধু চিনি আমি; ভূতের মুখে রাম,
প্রেম করলে সব্বনাশ; ভালো কেবল কাম।
বলতে গেলে বলতে পারি অনেক সাধুর নাম,
বলব না ভাই, খুব পচে যাই; কমে কবির দাম।
দিনের আলোয় সাধু আহা; প্রেম বিদ্বেষী খুব,
রাত হলে তাই পরের বউয়ের শরীরে দেয় ডুব।
লিটন কাকুর ফাঁকা ফ্ল্যাট পেলে,
খুঁজে দেখো, রোজ সেখানে অনেক সাধুই মেলে।
সাধুরা সব ক্ষেপেছে আজ; এই কবিতা পড়ে,
বলবে আমায়, শালিস ডেকে দেখিয়ে দেবো তোরে।
এই কবিতা লিখছি কেন; শালিস হবে কাল,
সাধুরাই করবে শালিস; ফেলবে কবির বাল!
কবির আজ মুখটা খারাপ; দুঃখ তোমার তাই,
তোমার শুধু দুঃখ আছে, কবির কিছু নাই?
কবির চোখে জগৎ দেখো; মিথ্যা পেলে ভাই,
আর কেউ না; কবিই প্রথম কবির ফাঁসি চাই!
সাধুর প্রেমতত্ত্ব
তৌফিক ওমর
০৩ আগস্ট, ২০১৭
কাব্যগ্রন্থ : ঝিনুক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন