: বাপ নাই!
: ছ্যাড়া এতিম!
: বাপ তো আর পয়দা করতে পারুম না!
: ছ্যাড়া ভালা না, মুখে মুখে তর্ক করে; বেয়াদ্দব!
: বাপ মইরা যাওনের পর কেউ তো আর আদব শিখায় নাই; কইত্তে শিখমু!
: বেশি কতা কয় ছ্যাড়া...
: না কইলে তো বাপের লগে মোরাও মইরা যাইতাম!
: বাপ মইরা যাওনের পর বহু মাইনসে বাপ হওয়ার ভণিতা কইরছে কিন্তু হ্যারা আসলে কইরতো হুকুমজারি!
: হুকুমের বরখেলাপ ওইলেই হ্যারা গোস্বা কইরতো!
: মায় মাতারি মানু; মাতারি মাইনসের ভাতারই যদি না থাহে তয় হ্যার কতা আর কানে লয় কেডা!
: তুই ছ্যাড়া এট্টুহানি বান্দর বেশি কতা হিক্কা গেছো!
তৌফিক ওমর
১৯ মার্চ, ২০২২।
(একটু সংলাপ লেখার চেষ্টা)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন