সোমবার, ১১ এপ্রিল, ২০২২

সংলাপ

 : বাপ নাই!

: ছ্যাড়া এতিম!

: বাপ তো আর পয়দা করতে পারুম না!

: ছ্যাড়া ভালা না, মুখে মুখে তর্ক করে; বেয়াদ্দব!

: বাপ মইরা যাওনের পর কেউ তো আর আদব শিখায় নাই; কইত্তে শিখমু!

: বেশি কতা কয় ছ্যাড়া...

: না কইলে তো বাপের লগে মোরাও মইরা যাইতাম!

: বাপ মইরা যাওনের পর বহু মাইনসে বাপ হওয়ার ভণিতা কইরছে কিন্তু হ্যারা আসলে কইরতো হুকুমজারি! 

: হুকুমের বরখেলাপ ওইলেই হ্যারা গোস্বা কইরতো!

: মায় মাতারি মানু; মাতারি মাইনসের ভাতারই যদি না থাহে তয় হ্যার কতা আর কানে লয় কেডা!

: তুই ছ্যাড়া এট্টুহানি বান্দর বেশি কতা হিক্কা গেছো!


তৌফিক ওমর

১৯ মার্চ, ২০২২।

(একটু সংলাপ লেখার চেষ্টা)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

স্বর্ণমালা গাঁথি বর্ণমালা দিয়ে

আমি সাধারণত শিশুদের জন্য কিছু লেখি না। তবে সাম্প্রতিক সময়ে কেন যেন মনে হচ্ছে আমার শিশুদের জন্য কিছু লেখা উচিত। একটা জাতির কাছে যেতে হলে প্রথ...