সোমবার, ১১ এপ্রিল, ২০২২

বেনামী

 ধরো, আমি আর নেই

আমার চিৎকার নেই

চেঁচামেচি নেই;

নেই অধিকার প্রতিষ্ঠার হুংকার!

ধরো, আমার শাসন নেই

মিথ্যে সেসব ভাষণ নেই;

নেই তেড়েহেঁকে যাওয়ার শক্তি!

ধরো, আমি ভীষণ নীরব

নেই চঞ্চলতা, আবেগের তীব্রতা 

অথবা দ্রোহের ইচ্ছা

ভালো থাকবে? তুমি কি তাতে বড্ড ভালো থাকবে?


হয়তো আমি একজন ছিলাম

হ্যাঁ, শত অভিযোগে অভিযুক্তদের একজন ছিলাম

অথবা কিছুই ছিলাম না!

ভীষণ নগণ্য মনে হয় নিজেকে

তাই এখন এসব জঘন্য শব্দের প্রয়োগ আমি অনায়াসেই করতে পারি!

নিজেকে নগণ্য এবং জঘন্য ভাবার মতো সব প্রমাণই এখন স্পষ্ট দৃশ্যমান! 

এসব প্রমাণের যতগুলো নথি মজুদ আছে তাঁর অধিকাংশই তোমার স্মৃতিতে!


এখন যদি ভালোবাসার কথাও বলি

যদি ভালোলাগার কথাও বলি

তবুও হয়তো তুমি দ্বিধান্বিত হও;

ভাবো, এ কোনো দিকভ্রান্ত পথিকের মন!

এসবের জন্যই হয়তো আমার এতদিন বেঁচে থাকার পণ!


বেনামী

তৌফিক ওমর

১৪ ফেব্রুয়ারি, ২০২১।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

স্বর্ণমালা গাঁথি বর্ণমালা দিয়ে

আমি সাধারণত শিশুদের জন্য কিছু লেখি না। তবে সাম্প্রতিক সময়ে কেন যেন মনে হচ্ছে আমার শিশুদের জন্য কিছু লেখা উচিত। একটা জাতির কাছে যেতে হলে প্রথ...