বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

হাতবদল

 একটা রাতের বদল হোক

এই ধরো তোমার রাতটা আমি নিলাম

আর আমার রাতটা তুমি!

এতে অবশ্য রাতবদল হবে না

বরং হবে যন্ত্রণার হাতবদল।

তবু হোক; একে অপরের রাতের যন্ত্রণাটা উপলব্ধি করার অভিজ্ঞতা হোক...

কেউ না বুঝুক, অন্তত আমরা তো বোঝার চেষ্টা করতে পারি;

আমাদের বিনিদ্র মধ্যরাত কতটা ভয়ংকর! কতটা বিভৎস!


ভালোবাসার অপরাধ আমাদের প্রতিনিয়ত কতটা কুড়ে কুড়ে খায়;

সে খবর কেউ রাখে না!

আমরা যে কতরাতে একসাথে মরে গেছি তার হিসেব নেই,

হিসেব নেই আমাদের গড়িয়ে পড়া স্বচ্ছ জলেরও;

অথচ হিসেব আছে তোমাদের সম্মানের

তোমাদের মানের, তোমাদের মর্যাদার! 

তোমাদেরকে জিতিয়ে দিতে গিয়ে কতবার হেরে গেছি, 

ছেড়ে গেছি নিজেদের; সে খবর রাখোনি কেউ!


আমাদের যন্ত্রণাটা তাই আমাদেরই থাকুক না-হয়...

শুধু জানিয়ে যাই এতটুকু–

বিনিদ্র রজনী শেষে প্রভাত ঠিকই আসে

মেঘ কেটে গেলে রবিও দেয় দেখা

অমাবস্যার অসীম অন্ধকার শেষে সোমও হাসে

রাতবদলের সাথে হয় ক্ষমতার হাতবদলও!


হাতবদল 

তৌফিক ওমর।

৬ মার্চ মধ্যরাত, ২০২১।

৩টি মন্তব্য:

স্বর্ণমালা গাঁথি বর্ণমালা দিয়ে

আমি সাধারণত শিশুদের জন্য কিছু লেখি না। তবে সাম্প্রতিক সময়ে কেন যেন মনে হচ্ছে আমার শিশুদের জন্য কিছু লেখা উচিত। একটা জাতির কাছে যেতে হলে প্রথ...